বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে ইফতার মাহফিল কালিগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক—১ কালিগঞ্জে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন পরিপূর্ণভাবে ইসলামকে অঁাকড়ে ধরতে হবে —অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাশিমাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত দেবহাটায় যুবদলের ভ্রাম্যমান ইফতারী বিতরণ রবিবার দিন রাত গুজবে গুজবে বিভ্রান্তিতে জনমানুষ শেষ পর্যন্ত প্রমাণ হলো গুজব, গুজবই গুজব রটনাকারীদের চিহ্নিত এবং আইনের আওতায় আনা জরুরী

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (রোববার) ২৪ সেপ্টেম্বর, ২০২৩। ১৩৯৬ – নাইকোলিস যুদ্ধে মুসলমানদের কাছে খ্রিস্টানদের পরাজয়। ১৭২৬ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়। ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের সৃষ্টি। ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়। ১৭৮৯ – যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। ১৮০৫ – ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন। ১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৮৬২ – ফরায়জি আন্দোলনের নেতা দুদুমিঞার মৃত্যু। ১৯১৯ – বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়। ১৯১৯ – সাইক্লোনে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল ক্ষতিগ্রস্ত। ১৯৩২ – বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন। ১৯৩২ – ভারতের অস্পৃশ্যাদের ভোটাধিকার দিয়ে পুনা চুক্তি স্বাক্ষরিত। ১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৩৯ – জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। ১৯৪৮ – হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা। ১৯৬০ – আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়। ১৯৬৮ – সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৭৩ – দেড়শত থানায় রক্ষীবাহিনী মোতায়েন। ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার। ১৯৭৩ – বাংলাদেশকে নাইজারের স্বীকৃতি। ১৯৭৪ – ৬ দলীয় যুক্তফ্রন্ট চেয়ারম্যান আতাউর রহমান খান দুর্ভিক্ষ-পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ। ১৯৭৪ – আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ – সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে ফারাক্কা প্রশ্ন অন্তর্ভুক্ত। ১৯৭৭ – তিনদিনের সফরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কায়রো উপস্থিতি। প্রেসিডেন্ট জিয়া মিসরের সর্বোচ্চ খেতাব কলার অব দি নাইল-এ ভূষিত। ১৯৭৮ – ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী প্রতিনিধিদলের আগমন। ১৯৭৮ – চট্টগ্রামে প্রবল বর্ষণ। ১৯৭৯ – প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব প্রকাশ। ১৯৮০ – ঢাকার পাট-উৎপাদক দেশসমূহের বৈঠক। ১৯৮১ – পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশকারীদের হামলায় ১৮ জন নিহত। ১৯৮১ – চুয়াডাঙ্গায় ১৪৪ ধারা। চট্টগ্রামে বিক্ষোভ। ১৯৮১ – ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-পুলিশ সংঘর্ষ। ১৯৮৪ – দৈনিক দেশ প্রকাশনার দাবিতে সংবাদপত্র একদিনের জন্য বন্ধ। ১৯৮৮ – বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন। ১৯৮৯ – জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত, এরশাদ চেয়ারম্যান। ১৯৮৯ – ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৩১।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com