বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

এশিয়ার জন্য জ¦ালানি তেলের রেকর্ড দাম বাড়ালো সৌদি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : বিশ্বের সবচেয়ে বড় জ¦ালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য জ¦ালানি তেলের দাম বাড়িয়েছে। সেপ্টেম্বরে সরবরাহ করা হবে এমন আরব লাইট তেলের অফিশিয়াল বিক্রয়মূল্য (ওএসপি) বাড়ানো হয়েছে প্রতি ব্যারেলে ৫০ সেন্ট। নতুন মূল্য আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে ৯ দশমিক ৮০ ডলার বেশি। এর আগে মে মাসে প্রতি ব্যারেল রেকর্ড ৯.৩৫ ডলার দাম ঠিক করা হয়েছিল। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণন কোম্পানি সৌদি আরামকোর এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। খবর ব্লুমবার্গ। বিবৃতিতে জানানো হয়, আরব লাইট তেলের পাশাপাশি আরব এক্সট্রা লাইট তেলের দাম প্রতি ব্যারেল ৩০ সেন্ট বাড়িয়ে করা হয়েছে ১০.৯৫ ডলার। আরব মিডিয়াম তেলের দাম ৬০ সেন্ট বাড়িয়ে করা হয়েছে ৭.৭৫ ডলার। এ দুই তেলের দামও রেকর্ড সর্বোচ্চ বাড়ানো হয়েছে। আরামকোর বিবৃতিতে বলা হয়েছে, চলতি আগস্ট থেকে দেশটির জ¦ালানি তেলের এশীয় ক্রেতাদের প্রতি ব্যারেল তেলের জন্য অতিরিক্ত ৫০ সেন্ট (হাফ ডলার) বেশি দিতে হবে। এর আগে এশীয় ক্রেতাদের জন্য ব্যারেলপ্রতি জ¦ালানি তেলের দাম বৃদ্ধির এমন তথ্য নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ¦ালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে তেল রফতানি বাড়ানোর জন্য তাগিদ দিয়েছে। বিশ্ববাজারে জ¦ালালির দাম বাড়তে থাকায় বাজারের সঙ্গে সংগতি রাখতেই এ উদ্যোগ দেশটির সরকার নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি ও রাশিয়া নেতৃত্বে থাকা জ¦ালানি তেল উৎপাদন ও রফতানিকারক ২৩ দেশের জোট ওপেক প্লাসের বৈঠক অনুষ্ঠিত হয় ৩ আগস্ট। জোটের ভাষ্য, তারা পশ্চিমা চাপের মুখেও জ¦ালানি পণ্য সরবরাহ বাড়িয়ে দর কমাতে চায় না। তার এক দিন পরই এশিয়ার জন্য জ¦ালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরব। এদিকে, সৌদি আরব ও রাশিয়ার জ¦ালানি তেল বাণিজ্যবিষয়ক জোট ওপেক প্লাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাই মাসে সৌদি আরবে জ¦ালানি তেলের উৎপাদন কম হয়েছে। সৌদি আরব অন্যান্য বৈশ্বিক ক্রেতার তুলনায় এশীয় ক্রেতাদের ক্ষেত্রে নিজেদের জ¦ালানি তেলের দামে কিছুটা ছাড় দেয়। কিন্তু ওপেক প্লাসের এই বিবৃতির এক দিন পরই তেলের দাম বাড়িয়ে বিবৃতি দিল আরামকো। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ¦ালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। ফলে বিশ্বজুড়ে বাড়তে থাকে অপরিশোধিত জ¦ালানি তেলের দাম। গেল মে-জুন মাসে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ¦ালানির দাম হয়েছিল ১৩০ ডলারের কাছাকাছি, যা এখন পর্যন্ত বৈশ্বিক জ¦ালানি তেলের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড। তবে জুলাই থেকে লিবিয়া জ¦ালানি তেলের সরবরাহ বাড়িয়ে দেয়ার ফলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে জ¦ালানি তেলের দাম। গত বুধবার দাম ৪ শতাংশ কমে ১০০ ডলারের নিচে নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com