শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন

খোলপেটুয়া নদীতে ধরা পড়লো সাড়ে আঠারো কেজি ওজনের এক ভেটকি মাছ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার মাড়িয়লা গ্রামের মনোরঞ্জন মন্ডলের জালে ধরা পড়েছে সাড়ে আঠারো কেজি ওজনের ভেটকি মাছ। প্রতি দিনেরন মতো মনোরঞ্জন মন্ডল তার বাড়ীর পার্শ্ববর্তী খোলপেটুয়া নদীতে জাল ধরে এবং তার জালে সাড়ে আঠারো কেজি ওজনের এক ভেটকি মাছ ধরা পড়ে। ভেটকি মাছটি মনোরঞ্জনের জালে ধরা পড়ায় মাছটি দেখে তার পরিবারের সকলেই আনন্দিত হয়ে বলে -এ দুঃসময়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ আমাদের জালে মাছটি ধরা পড়ায় আমাদের আর্থিক দন্যতা অনেকটা লাঘব হবে। পরিবারের অন্য সদস্যদের ইচ্ছানুযায়ী বিক্রয়ের জন্য মাড়িয়ালা মৎস শেডে নিয়ে আসলে এতবড় মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় আর উল­াসে মুখরিত হয়ে উঠে মাড়িয়ালা মৎস শেডটি। এরপর মাছটি ক্রয়ের জন্য ক্রেতাদের মাঝে চরম প্রতিদ্বন্দ্বিতা শুরে হয়। একপর্যায়ে প্রতি কেজি ১০০০ (একহাজর) টাকা দরে মাছটি ১৮,০০০ টাকায় বিক্রয় হয় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com