ফিংড়ী প্রতিনিধি: গোবরদাড়ী টু ব্যাংদহা মেইন রোডের বেহাল দশা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী টু ব্যাংদহা মেইন রোডের পিছের কার্পেটিং বিগাত কয়েক বছর আগেই উঠে গেছে। এতে রোডের বড়বড় গর্তহয়ে জন সাধনে চলাচলের ভোগান্তির শিকার হতে হচ্ছে। গোবরদাড়ী কালবার্ট হতে ব্যাংক রোডের মুখ পর্যন্ত আনুমানির হাফ কিলোমিটার রোড চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রোডে দৈনিক চলাচল করে আনুমানিক কয়েকশত মোটর ভ্যান, ইজ্ঞিন চালিত ভ্যান, ইজিবাইক ও হাজার হাজার মোটরসাইকেল। শুধু তাই নয় শত শত ছাত্র-ছাত্রী, পড়াশুনার জন্য প্রতিনিয়ত এই রোড দিয়ে চলাচল করতে হয়। এই রোডের আওতায় গোবরদাড়ী স্কুল এন্ড কলেজ, গোবরদাড়ী হাফেজী খানা, জী ফুল বাড়ি দরবার শরীর আলিম মাদ্রাসা, গোববদাড়ী দাখিল মাদ্রাসা, ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজ ও এই রোড দিয়ে প্রতিনিয়ত মানুষের রুজি রোজগারের উৎস হিসাবে ব্যাংদহা বাজার, বদরতলা বাজারেও যেতে হয় এই রাস্তা দিয়ে জনসাধারণের। এই রোডের অবস্থা নাজুক হওয়ায় পথচারী ও ছাত্র-ছাত্রীদের চলাচলের বড় ধরনের ভোগান্তির সম্মুখীনে হতে হচ্ছে পথচারীদের। এই রোডের আওতায় থাকা দায়িত্বরত উদ্ধতন কর্মকর্তার কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।