এফএনএস বিদেশ : বিশ্বে এই প্রথম সিগারেটের উপর স্বাস্থ্য সতর্কতামূলক লেবেল মুদ্রণ করতে যাচ্ছে কানাডা। শীঘ্রই তারা এই কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থা। হেলথ কানাডার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর হবে এবং নতুন প্যাকেজিং এর প্রতিটি সিগারেটের উপর একটি সতর্কবাণী থাকবে যেমন: “সিগারেট ক্যান্সার সৃষ্টি করে” অথবা “প্রতি পাফে বিষ”। ২০৩৫ সালের মধ্যে কানাডায় তামাকের ব্যবহার ৫% এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে কানাডা। গত বুধবার একটি ঘোষণায় হেলথ কানাডা বলেছে, নতুন বিধান কার্যকর হলে তামাকজাত পণ্যের ব্যবহারকারীরা স্বাস্থ্য সতর্কতা এড়িয়ে যেতে পারবেনা। স্বাস্থ্য সংস্থাটি অনুমান করেছে, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কানাডার খুচরা বিক্রেতারা শুধুমাত্র সেইসব তামাকজাত দ্রব্য বিক্রি করবে যাতে সরাসরি স্বাস্থ্য সতর্কতা লেবেল যুক্ত থাকবে। নতুন লেবেল যুক্ত পণ্যের মধ্যে থাকছে সিগারেট, ছোট সিগার, টিউব ছাড়াও কয়েকটি তামাকজাত পণ্য। কানাডার মানসিক স্বাস্থ্য ও আসক্তি বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেট জানান, তামাক ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় ৪৮,০০০ কানাডিয়ানের মৃত্যু হয়। কানাডার জাতীয় টোব্যাকো এবং নিকোটিন সমীক্ষা ২০২১ অনুসারে, দেশটিতে ১৫ বছর বা তার বেশি বয়সী ধূমপায়ীদের হার প্রায় ১০%।