সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রাজস্থান-দিলি­তে মাঙ্কিপক্সের রোগী চিহ্নিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : ভারতের কেরালায় মাঙ্কিপক্সে একজনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এখন পর্যন্ত পাঁচজনের শরীরের মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। এই দিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাত। খবর এনডিটিভির। এ ছাড়া দেশটির রাজস্থান এবং দিলি­তেও ছড়াচ্ছে সংক্রমণ। কেরালায় বেশ বেশ কিছু মানুষের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। মাঙ্কিপক্সের রোগীর কীভাবে মৃত্যু হলো, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। তারই মধ্যে রাজস্থান এবং দিলি­তেও দুই ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের সংক্রমণ মিলেছে। রাজস্থানে এক ২০ বছর বয়সির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। বেশ কিছুদিন ধরে তিনি জ¦রে ভুগছিলেন। কয়েকদিনের মধ্যে তার গায়ে গুটি বার হতে শুরু করে। স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার রক্তের নমুনা পাঠানো হয় পুনের বিশেষ পরীক্ষাগারে। সেখানেই তার শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মেলে। এরপরেই ওই ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরেননি। কোনো বিদেশির সঙ্গে তার যোগাযোগও হয়নি। বস্তুত,দিলি­তেও যে ব্যক্তির শরীরে স¤প্রতি মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে, তিনি গত বেশ কিছুদিনের মধ্যে বিদেশ যাননি। তবে তিনি আফ্রিকার নাগরিক। দিলি­র আরো বেশ কিছু ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের জীবাণু থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কেরালায় যাদের শরীরে মাঙ্কিপক্স পাওয়া গেছে, তারা অবশ্য সকলেই বিদেশ থেকে এসেছিলেন। বেশ কয়েকজন আপাতত সুস্থ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে মাঙ্কি পক্স যে ছড়াতে শুরু করেছে, তা জানিয়েছে প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই মাঙ্কি পক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাঙ্কিপক্স নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে। বহু জায়গায় বলা হচ্ছে, এটি একটি নতুন ভাইরাস। বিজ্ঞানীদের বক্তব্য, আফ্রিকায় এই ধরনের ভাইরাস এর আগে ছিল। তবে ভারতে এই প্রথম তার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। গুটি বসন্ত বা স্মল পক্সের টিকায় এই রোগের চিকিৎসা সম্ভব বলেও চিকিৎসকরা জানাচ্ছেন। তবে রোগটি নিয়ে সচেতন থাকতে হবে বলে জানাচ্ছেন তারা। এই রোগ ছোঁয়াচে। ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে করোনার মতো এই রোগ অত দ্রুত ছড়াতে পারে না বলেও আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com