স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলার নাগরিক কমিটির আয়োজনে গতকাল সকাল ১০টায় পৌরসভার সামনে জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ বেলাল হোসেন আজাদের সভাপতিত্বে গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সুরেশ পান্ডে, আবুল হোসেন, মুনসুর রহমান, আদিত্য মলিক, ফরিদা আক্তার বিউটি, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পাইনা। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিত ভাবে পানি পেলেও তা ব্যবহারের অযোগ্য। সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে। বর্ধিত বিল পানির বিল আমরা দেবোনা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবলু।