তালা প্রতিনিধি \ সম্প্রতি তালার শাহাপুর বাজার বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রনে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন- ওয়াইল্ডলাইফ মিশন’র অর্থ সম্পাদক শেখ রেদোয়ান-উল-ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য ওয়াইল্ডলাইফ মিশন’র পক্ষ থেকে রেদোয়ানকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে তালা ডাকবাংলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে সম্বর্ধনা প্রদান সভা’র আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ওয়াইল্ডলাইফ মিশন’র সভাপতি সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান। সাধারন সম্পাদক রাশেদ বিশ^াস’র পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কপিলমুনি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু সাইদ। এসময় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি জুলফিকার আলী জোয়াদ্দার, সংবর্ধিত অতিথি শেখ রেদোয়ান-উল-ইসলাম, স্বেচ্ছাসেবক শাহরিয়ার নাফিজ, সেলিম শেখ, ইউনুচ আলী, রাকিব হুসাইন, নরীম খাঁ, মোক্তার আলী ও দিপালী প্রমুখ বক্তৃতা করেন। সভায় শেখ রেদওয়ান-উল-ইসলামকে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি সহ বিবিসিএফ’র জাতীয় সম্মেলনে অংশগ্রহনের বিষয়ে আলোচনা হয়।