কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা খুলনা জেলার শ্রেষ্ট ওসি হিসেবে আইজিপি ব্যাজ পেলেন। বুধবার (৪ জানুয়ারী) বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে তিনি এ ব্যাজ গ্রহন করেন। এ ছাড়া ইতোমধ্যে আইন শৃংখলা, মাদক, চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ বিয়য় পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধাকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি লাভ করায় তাকে ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত করা হয়। আর এই পুলিশ বাহিনীর এই সুনাম অক্ষুন্ন রাখায় তিনি এ আইজিপি ব্যাজ পেলেন। তিনি বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জল নক্ষত্র। উলেখ্য, তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করার পর থেকে কর্তব্যরত দায়িত্ব যথাযথভাবে পালন ও পুলিশের বিবিন্ন কাজে গুরুত্বপূর্ন অবদান রাখায় তৃতীয় বারের মত বাংলাদেশ পুলিশ প্রধানের নিকট থেকে আইজিপি পদক গ্রহন করেছেন। এদিকে তার এই আইজিপি পদক পাওয়ায় কলারোয়া উপজেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করেন।