শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে তিন দিনের মধ্যেই গত বুধবার থেকে পিএসজির অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথম খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করেও আর্জেন্টিনার বিপক্ষে দলকে জেতাতে পারেননি তিনি। পেনাল্টি শ্যুট আউটে এমবাপ্পে নিজে গোল করলেও সতীর্থদের ব্যর্থতায় ফ্রান্স পরাজয় মেনে নিতে বাধ্য হন। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও এমবাপ্পের দুই গোলেই ফ্রান্স সমতা ফিরিয়েছিল। এরপর অতিরিক্ত সময়েও এমবাপ্পের পেনাল্টিতেই ফ্রান্স ৩-৩ গোলের সমতায় ফিরে। এমবাপ্পের একটি ছবি দিয়ে পিএসজি টুইট করেছে, ‘বুধবার অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে।’ সর্বোচ্চ আট গোল করে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটও জয় করেছে এমবাপ্পে। ধারণা করা হয়েছিল এমবাপ্পে হয়তো জানুয়ারির আগ পর্যন্ত দলে ফিরবেন না। আগামী ২৮ ডিসেম্বর স্ট্রসবার্গের বিরুদ্ধে পুনরায় শুরু হওয়া লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমবাপ্পে খেলবেন কিনা এ ব্যাপারে অবশ্য পিএসজি নিশ্চিত করে কিছু জানায়নি। গত রোববারের ফাইনালে বিরতির সময় ফ্রান্স যখন ২-০ গোলে পিছিয়ে ছিল তখন এমবাপ্পে সতীর্থদের উদ্দেশ্য করে কি বলেছিলেন তার একটি তথ্যচিত্র কাল প্রকাশ পেয়েছে। ফরাসি ব্রডকাস্টার টিএফওয়ানের তথ্যচিত্রটিতে দেখা যাচ্ছে এমবাপ্পে বলছেন, ‘এটা বিশ্বকাপ, এটা সকলের জন্য সারাজীবনের একটি ম্যাচ। ইতোমধ্যেই আমরা যা খেলেছি এর থেকে বাজে আর খেলা যায়না। আমরা আবারো মাঠে নামতে যাচ্ছি, হয় আমরা অবিবেচকের মত খেলবো, নতুবা নতুনভাবে নিজেদের ফিরিয়ে আনবো। এটা বিশ্বকাপের ফাইনাল। আমরা ২-০ গোলে পিছিয়ে আছি ঠিকই, কিন্তু ফিরে আসাও কঠিন নয়। সবাই শোন এমন সুযোগ চার বছরে একবার আসে।’ ম্যাচের ৮০ মিনিটে এমবাপ্পে মাত্র ৯৭ সেকেন্ডের মধ্যে দুই গোল করে ফ্রান্সকে ঠিকই ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে শিরোপা হারায় ফ্রান্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com