বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো -সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজে অবশ্যই খেলবেন বলে জানিয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর গতকাল বুধবার সাকিব বলেন, ‘আমি মনে করি না, এটা নিয়ে সন্দেহ করার কোন কারণ ছিল (শ্রীলংকা সিরিজ)। হ্যাঁ, যদি জরুরী অবস্থা হতো, তবে ব্যাপারটা ভিন্ন হতো। তবে আমি অবশ্যই খেলবো।’ সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজে খেলেননি সাকিব। একই কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল। সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কারণ নির্বাচকদের জানতে হবে, সিরিজে খেলার জন্য তাকে পাওয়া যাবে কি-না। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন সাকিব। মানসিক অবসাদের কারণে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছুটি দেয়া হয়েছিলো সাকিবকে। তার সিদ্বান্তে অসন্তুষ্ট ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তার ছুটি মঞ্জুরি করার কোন ইচ্ছে ছিলো না তার। পরে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নেন সাকিব। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভ‚মিকা রেখেছিলেন অলরাউন্ডার সাকিব। তার ব্যাটিং নৈপুন্যে প্রথম ম্যাচে টাইগাররা ৩৮ রানে জিতেছিলো। পরে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। মানসিক চাপ নিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব। ঐ ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। ম্যাচের আগের দিন সাকিব জানতে পারেন, তার দুই শিশু ও মা বিভিন্ন শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করার পর, দেশে ফিরে আসেন সাকিব। পরে আর টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় যাননি তিনি। বড় মেয়ের স্কুল খুলে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব। এখনো পারিবারিক সমস্যা থাকায়, শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন সাকিব। তিনি জানান, এই মুহূর্তে ক্রিকেটেই তার মনোযোগ। এখন মানসিকভাবে পুরোপুরি ফিট। সাকিব বলেন, ‘আমি অবশ্যই এখন ভালোবোধ করছি। আমি এখন ক্রিকেটে মনোযোগ দিতে চাই। সামনে যতগুলো ম্যাচ আছে, খেলার চেষ্টা করবো।’ আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঈদুল ফিতরের বিরতির পরই বাংলাদেশে আসবে শ্রীলংকা। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com