এ্যাড: তপন কুমার দাস \ সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন। গতকাল নির্বাচন চলাকালীন সময়ে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবীর সহ অপরাপর বিচারকরা নির্বাচন কেন্দ্রে উপস্থিত হলে আইনজীবী সহকারী ভোটারদের মাঝে বিশেষ আবেগঘন পরিবেশের উদ্ভব ঘটে। আইনজীবী সহকারীরা বিচার বিভাগের অভিভাবককে পেয়ে উচ্ছ¡াস এবং আনন্দ প্রকাশ করেন। এ সময় অনেককে বলতে শোনা যায় তিনি কেবল বিচারক নন, মানবিক বিচারক এবং কবি আর এই জন্যই সহকারীদের নির্বাচনে নিজেকে উপস্থিতি ঘটিয়ে মানবতারই জয়গান গেলেন। দৃশ্যতঃ প্রতিদ্বন্দিতাপূর্ণ এবং উত্তেজনার নির্বাচন মুহুর্তে উৎসব আর আনন্দের নির্বাচনে পরিনত হয়। নির্বাচন পরিদর্শন কালে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অনুভূতি ব্যক্ত করে বলেন উৎসবমুখর, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দিতাময় আর নিরপেক্ষতার সরব উপস্থিতিতে তিনি আনন্দিত এবং বিমোহীত। তিনি আরো বলেন আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের এই গণতান্ত্রীক চর্চা আগামী দিন গুলোতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। উপস্থিত আইনজীবী সহকারি ভোটার সহ ভোটার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মানবতার জজ খ্যাত কবি শেখ মফিজুর রহমান।