সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। টাইগার পেস তারকা খেলবেন দিলি­ ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নিতে এবার কোনো দলই আগ্রহ দেখায়নি। স¤প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। কিন্তু বিসিবি তাকে অনুমতি দেয়নি। তাই ওয়ানডে সিরিজ জয় শেষে গতকাল বৃহস্পতিবার একাই ভারতের বিমানে উঠেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে না যাওয়া তাসকিন হয়েছেন বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক। শেষ ম্যাচের সেরা এবং সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। আইপিএলে সুযোগ পেয়েও খেলতে না পারায় তাসকিনের প্রতি সমবেদনা জানিয়েছেন মুস্তাফিজ। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি তাসকিনকে নিয়ে বলেন, ‘আমাদের খেলা আছে। ও আমাদের প্রধান বোলার। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো…. কী বলব?’ এখন পর্যন্ত সাকিব-মুস্তাফিজ আইপিএলে এক দলে খেলতে পারেননি। ভিন্ন দলে খেলেছেন, তাই সমর্থকরাও দুই ভাগে ভাগ হয়ে যেতেন। এবার সেটি যে হচ্ছে না, তা ভালো করেই জানেন মুস্তাফিজ, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিম ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই আছে, এ কারণেই নির্বাচিত হয়নি (আইপিএল নিলামে)। এই আর কি। ‘ ১৩ মাসের বেশি সময় হয়ে গেছে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে খেলছেন না। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় নিয়ে তিনি বেশ আশাবাদী, ‘নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্টে, ইনশাআল­াহ এইবার সিরিজ জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই জোয়ার আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। ‘

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com