এ্যাড: তপন কুমার দাস \ আশাশুনীর চাঞ্চল্যকর এবং আলোচিত চন্দ্র শেখর হত্যা মামলার রায় আজ ঘোষনা করবেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত। ইতিমধ্যে চৌদ্দজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন এবং যুক্তিতর্ক শেষ করেছে বিজ্ঞ আদালত। আশাশুনীর বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্র শেখরকে সোভনালীর একটি চিংড়ী ঘেরে তারই বন্ধু একই গ্রামের আঃ মজিদ মোড়লের পুত্র মোবাশশির হোসেন হত্যা করে। ২০২০ সালে ১৮ অক্টোবর রাতে নির্মম হত্যাকান্ডটি ঘটে। পুলিশ বন্ধু মোবাশশির হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পরবর্তিতে মোবাশশির হোসেন ম্যাজিষ্ট্রেট এর নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ মোবাশশির হোসেনকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে, গত এগার জানুয়ারী অত্র আদালত মোবাশশির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে এবং চাঞ্চল্যকর মামলা হিসেবে গুরুত্ব অনুধাবন করে দ্রুততম সময়ে এবং রাষ্ট্র পক্ষ ও আসামী পক্ষের স্বাক্ষী সহ যুক্তিতর্ক শেষ করে আজ রায়ের দিন ধার্য্য করে। সকলের দৃষ্টি আজ আদালতের দিকে। সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত অত্যন্ত ধৈর্য্য সহকারে মামলার রায়ের পূর্বের দিনগুলো পর্যবেক্ষন করেছেন। রোজার দিন গুলোতে স্বাক্ষী গ্রহন, জবানবন্দী সহ অন্যান্য কর্মযজ্ঞ সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পিপি এ্যাড: আব্দুল লতিফ রাষ্টপক্ষের সকল স্বাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থিত সহ স্বাক্ষ প্রদানে যথাযথ ভূমিকা পালন করেছেন।