রবিবার, ২১ জুলাই ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

আজ প্রথম রোজা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

বিশ্ব মুসলিম স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় বিধান পবিত্র রমজান মাসের রোজা রাখা। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে রোজা। আজ হতে বাংলাদেশে পবিত্র রোজা শুরু, গতকাল সৌদি আরবে শুরু হয়েছে রোজা, পবিত্র মাসটি মহান আল­াহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল হয়ে থাকে সংযম আর শুদ্ধির মাস হিসেবেও পবিত্র রমজান মাসকে চিহিৃত করা হয়। রাত তারাবী শেষ রাতে সেহরী আর দিন ব্যাপী পানাহা হতে বিরত থেকে সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আযান এর মাধ্যমে ইফতারী গ্রহন করার মাধ্যমে রোজার প্রক্রিয়া চলমান। দিন ব্যাপী কেবল মাত্র পানাহার হতে বিরত থাকাই রোজার মহত্ব নয়, আত্মসংযম রোজা অন্যতম শিক্ষা হিসেবে বিবেচিত, রহমত, মাগফিরাত আর নাজাতের মাসটিতে ধর্ম প্রাণ মুসুলমানরা আল­াহর নৈকট্য এবং সোয়াব লাভের আশায় পথ চেয়ে থাকে। পবিত্র মাসটিতে দান খয়রাত এবং পরোপকার অন্যতম শিক্ষা। হিংসা, হানাহানী, বিদ্বেষ, পরনিন্দা সহ সব ধরনের গোলোযোগ হতে নিজেকে বিরত রাখার মাধ্যমে পবিত্র মাসটিতে আল­াহর বিশেষ অনুগ্রহ লাভ করা সম্ভব। পবিত্র মাসে দান খয়রাত এর জন্য আল­াহর নৈকট্য লাভে ধর্মপ্রাণ মুসলিমরা তথা মুসলমানরা চেষ্টা করেন, এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা রোজার শিক্ষা ও মহত্বের বিপরীতে অবস্থান পরবর্তি পন্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয় যা কোন অবস্থাতেই কাঙ্খিত নয়। পবিত্র রমজান মাসের দিন গুলোতে রোজার শিক্ষা সকলের মাঝে বিরাজ করুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com