আটুলিয়া প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নের সোহালিয়া গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ঐ এলাকার শেখ শামসুর রহমানের ভ্যানচালক আব্দুর রহমান (২০)। গতকাল সকাল ১০টায় তার নিজ ঘরের আড়ার সঙ্গে নেট রশি দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে নিহতের মা তারবাবার সংসার ছেড়ে অন্য স্বামী সাহেব আলি মলিকের সাথে ঘর সংসার করতে থাকে। সে ঐ পরিবারে বসবাস করতেন কিন্তু অধিকাংশ সময় পারিবারিক কলহ লেগেই থাকতো। এই পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারে বলে জানায়। উলেখ্য, আটুলিয়া ইউনিয়নে গত ১ এপ্রিল ১ দিনে পৃথক ঘটনায় দুই যুবক আতœহত্যা করে। ২ দিনের ব্যবধানে আবারও আতœহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।