আটুলিয়া প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে একদিনে দুই যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে। আটুলিয়া পশ্চিম বিড়ালাক্ষী সানা বাড়ি ও ছোট কুপুর সোহালিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে। আটুলিয়া পশ্চিম বিড়ালাক্ষী গ্রামে সোহেল হাসান (২২) সে গতকাল বেলা সাড়ে ১১টায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। নওয়াবেঁকী বাজারে একজন কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মাদ ফেরদাউস সানার পুত্র। তিনি বলেন তাঁর তিন মেয়ে ও এক ছেলে , তার ছেলে একজন মানসিক রোগী ছিলেন, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। একই দিনে আটুলিয়া ইউনিয়ন ছোট কুপুট সোহালিয়া গ্রামে মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন নিজবাড়ী ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। তার চাচা সিরাজুল ইসলাম বলেন সজীব একজন মানসিক রোগী শুক্রবার নামাজ পড়া নিয়ে তার মার সাথে কথা কাটাকাটি হয়, জেদের বশবর্তী হয়ে আত্মহত্যা করে।