রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

‘আমি লোক দেখানো নকল মানুষ না’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এফএনএস বিনোদন: ভালোবেসে বিয়ে করেন পরীমণি-রাজ। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরিতা তৈরি হয়। যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গø্যামার কন্যা পরীমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে। গত দু’দিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। গত বুধবার রাতে শরীফুল রাজ তার ফেসবুকে পরীর সঙ্গে পুত্র রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেন, ‘অ্যাঞ্জেল মাদার, লেট নাইট লাভ।’ এরপরই পরীমণি তার ফেসবুকে লিখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে (ৃ) ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’ পরীর এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে রাজ লিখেন, ‘আমি তার সঙ্গে আরো সময় কাটাতে চাই। পরী দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই আমরা সবাই মানুষ। তুমি একজন অসাধারণ মা।’ এ মন্তব্যের জবাবে পরীমণি লিখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে সব শেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’ এর উত্তরে রাজ লিখেন, ‘পরী বিবেকর তাড়নায় তো বেঁচে আছি। তোমাকে ভালোবাসি।’ এর আগের দিন পরীমণি ফেসবুক পোস্টে লিখেন, ‘সিনেমার গল্পের অফিস? আসিতেছে তাইলে। কেন যে আমারে বাচ্চাভাবে লোকে! বাচ্চা বানায়ে ফেল্লাম তাও!’ এর আগে ঘোষণা দিয়ে রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছিলেন। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে পরীমণি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। কিন্তু খুব দ্রæতই তাদের সেই মনোমালিন্যের বরফ গলে ভালোবাসায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com