স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা চারতলা একাডেমিক ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফলক উন্মোচন করে দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্মাণ কাজের ঠিকাদার এনছান বাহার বুলবুল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ। উলেখ্য ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন ফিরোজ।