বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, জাতীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, দিপঙ্কর সরকার দিপ, হাজ্বী আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আরডিও আবু বেল্লাল হোসেন, এসআই জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।