আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির ষন্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশ এর বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওয়াতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল এ্যসিস্টান্ট ফেসিলেটটর আহসান উল্লাহ, ইউপি সদস্য তারক চন্দ্র মন্দলসহ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন। সভায় বিগত ৬ মাসের কাজের অগ্রগতি ও আগামী ৬ মাসের কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।