আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মতিলাল সরকারের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ বদরুদ্দোজা, আবু হেনা মোস্তফা কামাল, ফয়জল মাহমুদ তুহিন, সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ জবেদ আলী, সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, কুল্যা ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাদশা, বুধহাটা ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, খাজরা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম রবিসহ কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আগামী ২০শে জুন আশাশুনি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।