মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা’ ২২ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সভায় সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। আশাশুনি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপ-সহকারী কর্মকর্তা দীপক মলি­ক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা আগামী ১৬ জুন ২০২২ থেকে ২১ জুন ২০২২ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com