বিশেষ প্রতিনিধি \ আশাশুনিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, ধারাভাষ্যকার আশরাফ হোসেন ও ইভা তরফদার। ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে ও সকল অঞ্চলে খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও অনুশীলন ব্যবস্থা জোরালো করতে মতামত ব্যক্ত ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।