রবিবার, ২১ জুলাই ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত \ চালক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটিতে বালি বহনকারি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক নিহত হয়েছে। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত স্কুল শিক্ষকের নাম গোবিন্দ কুমার রায় (৬৮)। তিনি পূর্ব কাদাকাটি গ্রামের মৃত সূর্যপদ রায়ের বড় ছেলে। আটককৃত ট্রাক চালকের নাম আমিরুল গাজী। সে সাতক্ষীরা শহরের পার-কুখরালি এলাকার নজরুল গাজীর ছেলে। স্থানীয়রা জানান, কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ কুমার রায় পায়ে হেঁটে কাদাকাটি-প্রতাপনগর সড়ক দিয়ে হলদেপোতা এলাকার দিকে যাচ্ছিলেন। পূর্ব-কাদাকাটি কালভার্ট এলাকায় পৌছালে ঘটনার সময় বড়দল গামী একটি বালিভর্তি ট্রাক (যশোর-ট-১১-৪০০৫) তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে গিয়ে ঐ ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেন। পরে খবর পেয়ে আশাশুনি থানা পুলিশের এসআই আমিনুর রহমান ঘটনাস্থলে পৌছালে ঐ ট্রাক ও চালককে তার কাছে হস্তান্তর করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়াও নিহত ঐ অবসপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com