আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশী অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আশাশুনি থানা সূত্রে জানাগেছে, অভিযান চালিয়ে মামলা নং—২০(০৭)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আকিমুদ্দীন সানার ছেলে সিরাজুল সানাকে এবং মামলা নং—১১(১০)২৪ ও ০৭(০২)২৫ এর এজাহার নামীয় আসামী বকচর গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আল আমিন ইসলামকে থানার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।