মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা, ঋণের চেক প্রদান ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কামরুন্নাহার কচি ও বন্দনা সরকার। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান পর্বে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী আশাশুনি সদরের লায়জা ইয়াসমিন চায়না, সফল জননী ঠাকুরাবাদ গ্রামের নমিতা রানী সানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী বড়দল মধ্যম পাড়ার রাফেজা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টেংরাখালী গ্রামের গীতা রায়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে বিভিন্ন নারী সংগঠনকে অনুদানের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com