রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনিতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় ইউনিয়নের ৮নং বিট পারিশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি থানার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, খাজরা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। এসময় ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আপনারা যদি বড় হতে চান ভাল কাজ করেন। খারাপ কাজ করে চেয়ারম্যানকে ছোট করার চেষ্টা করলে আপনারা নিজেরাই ছোট হবেন। তিনি বলেন, মনে রাখবেন আপনার জীবনের মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আপনার সন্তান পরিবার ও সর্বোপরি রাষ্ট্রের কাছে মূল্যবান। নিজেকে ভাল করুন, নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আপনরা সমাজ ভাল করতে কাজ করুন। ২৪ ঘন্টা আমাদেরকে পাশে পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ও বিট অফিসার এসআই নুরুন্œবী। এসময় বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সভাপতি দ্বীনেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, প্রভাষক বিকাশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম বাচ্চু, রামপদ সানা, হাসমত আলিসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com