মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

আশাশুনিতে সুপেয় পানি ও টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ উপকূলে সুপেয় পানির নিশ্চয়তা, টেকসই বেড়িবাঁধ পুনঃ নির্মান ও উপকূল সুরক্ষার দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সড়কে আয়োজিত মানববন্ধনে জলবায়ু অধিপরামর্শ ফোরাম আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বক্তব্য রাখেন, জলবায়ূ অধিপরামর্শ ফোরাম আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ মিনতি রানী সরকার, মহিলা মেম্বর মারুফা খাতুন, এনজিও লিডার্স এর সিনিঃ ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তাগণ জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী বেড়ি বাঁধ পুনঃ নির্মান, উপকূলীয় সকল মানুষের খাবার পানির নিশ্চয়তা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি শেল্টার কার্যক্রম শুরু, সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলাকে জলবায়ূ ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা এবং দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com