এ্যাড: তপন কুমার দাস \ আশাশুনির চাঞ্চল্যকর চন্দ্র শেখর হত্যা মামলার দুই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত। আদালতে স্বাক্ষ্য প্রদানকারী দুই জন হলেন ডাঃ হিসাম আল কবির ও কনস্টেবল হাসিবুর মোল্যা, গতকালের দুইজন স্বাক্ষী সহ সর্বমোট বারজন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করলেন। তৎকালীন সময়ে আশাশুনীর মৎস্য ঘেরে ঘুমিয়ে থাকাবস্থায় নিকটতম বন্ধু মোবাশশির হোসেন হত্যা করে বন্ধু চন্দ্র শেখর সরকারকে। মামলার একমাত্র আসামী মোবাশশির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। এবং আদালত একমাত্র আসামী মোবাশশির এর বিরুদ্ধে চার্জ গঠন করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন অত্যন্ত নিবিড় ভাবে, ধৈর্য্যসহকারে শ্রবন ও গ্রহন করছেন বিজ্ঞ আদালত, রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করছেন এবং গতকালের স্বাক্ষ্য গ্রহন সময়ে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি এ্যাড. মোঃ আব্দুল লতিফ। বিজ্ঞ আদালত আসামী তিন এপ্রিল মামলার পরবর্তী স্বাক্ষীর জন্য দিন ধার্য করেছেন।