বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার চাপড়ায় রিভারভিউ কেওড়া পার্কে পানির ফোয়ারা এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। এসময় ইউএনও বলেন, পার্কের আকর্ষণ আরও বৃদ্ধি করতে ও দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে এ পানির ফুয়ারাটি নির্মাণ করতে ৮ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এর আগে গেট নির্মাণের জন্য ২১ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই গেট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও এ পার্কেও পুকুর ঘাট নির্মাণের জন্য আরও ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্মাণ কাজ দ্রুত সময়ের ভিতরে শুরু হবে। এসময় তিনি পার্কটি আরও দৃষ্টিনন্দন করতে উপজেলা প্রশাসনের অনেক পরিকল্পনার কথা তুলে ধরেন। পানির ফুয়ারা নির্মাণ কাজের উদ্বোধনকালে এসময় উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পিআইও সোহাগ খাঁন, ঠিকাদার মাহবুবুর রহমান, আসাদুজ্জামান, সাংবাদিক বিএম আলাউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।