মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

আশাশুনি অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শোভনালীতে জাগো যুব ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় এতিম, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মোসলেমা খাতুন মিলি, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক, স্বেচ্ছাসেবী সংগঠন এর নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, জেলা কো-অর্ডিনেটর মরিয়ম পারভীন, ভলেন্টিয়ার আসাদুজ্জামান আসাদ, মরিয়ম, জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন। বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, দেশের প্রান্তিক মানুষের মধ্যে যে অভাব দারিদ্রতা রয়েছে সেটা দূরীকরণে সমাজের বিত্তবান মানুষ ও সংগঠন গুলো এগিয়ে আসলে অসহায় মানুষ গুলো একটু হলেও স্বস্তি পাবে। এসময় তারা এ ধরনের কর্মকান্ডের জন্য জেলা প্রশাসন ও জাগো যুব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com