আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে ২,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্টে্রট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪টা থেকে বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।