আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় অনুষ্ঠানে জার্নালিজম ফর সুন্দরবন জেলা উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, জার্নালিজম ফর সুন্দরবন জেলা যুগ্ম আহবায়ক এস কে হাসান, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাংবাদিক বিএম আলা উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। গণশুনানী চলাকালে বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজ প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি প্লাস্টিক ও পলিথিন দুষণ রোধে সমস্যা ও করনীয় নিয়ে কথা বলেন।