আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা যুব দলের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি আলিয়া মাদ্রাসায় উপজেলা যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স ম আখতারুজ্জামান আক্তারের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল, উপজেলা তাঁতি দলের আহবায়ক আমির হোসেন বাদশা, কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক যুবদল নেতা মোহন যুবদলের যুগ্ন আহবায়ক সাদিক আনোয়ার ছোট্ট, আব্দুর রহিম ছোটসহ উপজেলা ও ১১ ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় বিগত আওয়ামী সরকারের পতন ও আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের রুহের কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।