মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

আশাশুনি শ্যামনগর নিঃ সন্তান কাকার সম্পত্তি অবৈধ ভাবে দখল করতে না পেরে মিথ্যা তথ্য প্রচার করছেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ আশাশুনিতে নিঃসন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে মিথ্যাচার ও খুন জখম সহ হুমকি দিচ্ছেন অভিযোগ এনে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আশাশুনি নছিমাবাদ গ্রামের রুহুল আমিন গাজী তিনি লিখিত বক্তব্যে বলেন নাকতাড়া গ্রামের সুবোল বিশ্বাস দম্পতির কোন সন্তান নেই। সুবোল অসুস্থ্য হয়ে পড়লে তার ভাই সিদাম বিশ্বাসের পুত্র শ্যামলসহ অনেকই তার নামীয় সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এমনকি কৌশলে তাকে এবং তার স্ত্রীকে উচ্ছেদের পায়তারা চালাতে থাকে। মানসিক নির্যাতনের স্ট্রোক করে চিকিৎসা করাতে না পেরে বাধ্য হয়ে গত ২রা ফেব্র“য়ারী মাড়িয়ালা মৌজায় এসএ ১৫০,১৫৪ নং খতিয়ানে বিএস ১১৭৫, সহ অন্যান্য দাগ মিলে মোট ১৪ শতক সম্পত্তি আমার বিক্রয় করেন। বিক্রয়ের পর দখল বুঝে নিয়ে ভোদগখল শুরু করলে ওই পর সম্পদ লোভী শ্যামল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কৌশলে উক্ত সম্পত্তি দখলের জন্য নানাভাবে হয়রানিসহ চক্রান্ত শুরু করে। এনিয়ে আমি আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত ২য় পক্ষ অর্থাৎ সিদাম বিশ্বাসকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিদাম বিশ্বাসের পুত্র পর সম্পদ লোভী শ্যামল বিশ্বাস ধর্মীয় সংখ্যালঘু দোহাই দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এমনকি সম্পত্তির দখল নিতে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। তিনি শ্যামল বিশ্বাসের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং মিথ্যা হামলা ও মামলার সহ হয়রানির হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com