বিশেষ প্রতিনিধি \ আশাশুনি সরকারি কলেজে প্রথমবারের মত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের বিজ্ঞান ও মানবিক বিভাগের নির্বাচিত দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মানবিক বিভাগ এর দল। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে মানবিক বিভাগের ছাত্রী ইয়াসমিন নাহার। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন, কলেজের প্রভাষকবৃন্দ। শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করেন।