বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অত্র মাদ্রাসার আয়োজনে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু ইদ্রিস মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব শামসুদ্দিন সরদার, সমাজসেবক আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, ব্যবসায়ী আলহাজ্ব শাহাদাত সরদার, আব্দুল কাদের গাজী, মোঃ আব্দুল আলিম, গোলাম রাব্বানী গাজী, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক এসএম জাকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মোঃ জুলফিকার হোসেন মহিন, জ্যোতি সরদার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোঃ সাইফুল ইসলাম।