সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেয়া হবে \ রাশিয়ার হুঁশিয়ারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে। রাশিয়ার ক‚টনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গত শুক্রবার এ তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে। তবে ইসরাইলের বিরুদ্ধে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সা¤প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ইসরাইল ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরাইলে ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্র“তি রয়েছে। গত ১৭ই অক্টোবর ইসরাইলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাকম্যান শাই বলেছিলেন যে, ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরাইল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ইসরাইল যদি উন্মাদনার বশে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সমস্ত সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com