শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ইউক্রেনীয়দের নেওয়া হবে বেলারুশ ও রাশিয়ায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে সেখানে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। মানবিক করিডোরের মাধ্যমে দেশটির ওই চার শহরের বেসামরিক নাগরিকদের নেওয়া হবে বেলারুশ ও রাশিয়ায়। সোমবার এ তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা তাস। খবরে বলা হয়, কিয়েভের মানবিক করিডোরের একটি রুট হবে রাজধানী থেকে গোস্তোমেল-চেরনোবিল হয়ে বেলারুশের গোমেল পর্যন্ত। মারিওপোল থেকে দুটি রুটে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। একটি রুটে সম্পৃক্ত হবে মারিওপোল, নোভোজভস্ক ও রাশিয়ার রোস্তভ-অন-ডন। অপরটির মাধ্যমে মারিওপোল থেকে ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। খারকিভ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে রাশিয়ার নেখোতেয়েভকা ও বেলগরদে। তাদের আকাশ, রেল ও সড়ক পথে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া সুমি থেকে এক রুটে বাসিন্দাদের রাশিয়ার সুদঝা ও বেলগরদে এবং অপর রুটে ইউক্রেনের শহর পোল্টাভায় সরিয়ে নেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেনের কর্মকর্তারা। এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এজন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো। ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com