শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

ইউক্রেনে বরিস জনসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস বিদেশ : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন এবং দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস কিয়েভে বরিস জনসনের সফরকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ফেব্র“য়ারিতে রাশিয়া হামলা চালানোর পর এখন পর্যন্ত বরিস জনসন দ্বিতীয়বার ইউক্রেনে সফর করলেন। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, যুক্তরাজ্যের প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা ইউক্রেন বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। ডাউনিং স্ট্রিট জানায়, যুক্তরাজ্যের নেতৃত্বাধীন প্রকল্পে প্রতি ১২০ দিনে ১০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রশিক্ষণের মাধ্যমে সেনারা যুদ্ধ জয়ের দক্ষতা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সাইবার-নিরাপত্তা এবং বিস্ফোরক প্রতিরোধের কৌশল সম্পর্কে জানতে পারবে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে যুক্তরাজ্য আমাদের দৃড়ভাবে সমর্থন দিয়ে আসছে। অনেকদিন পর আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে কিয়েভে পেয়ে আমরা খুবই আনন্দিত। সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com