রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইউরোপে শীতকালে এবার রেকর্ড গরম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : ইউরোপের বিভিন্ন দেশে জানুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। বিবিসি জানিয়েছে, জানুয়ারি মাসের তাপমাত্রায় ইউরোপের আট দেশে জাতীয় রেকর্ড হয়েছে এবং আঞ্চলিক রেকর্ড হয়েছে তিনটিতে। পোল্যান্ডের ওয়ারসোতে গত রোববার তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ফারেনহাইট), স্পেনের বিলবাওতে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস; যা গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারঝড়ে অন্তত ৬০ জনের প্রাণহানির দিন কয়েক পর ইউরোপের আবহাওয়ায় এতটা উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে। টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস এবং লুইসিয়ানাতে তুষারঝড় এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অথচ ইউরোপে বছরের শুরুতেই আবহাওয়া অনেকটাই উষ্ণ হয়ে উঠেছে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, ডেনমার্ক এবং বেলারুশের তাপমাত্রা জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। এ ছাড়া জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনেও অন্য বছরের তুলনায় এবারের জানুয়ারিতে তাপমাত্রা বেশি। পোল্যান্ডের রাজধানীতে আগের তুলনায় এবারের জানুয়ারির ১ তারিখ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বেলারুশে গত ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের তুলনায় যা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। স্পেনের বিলবাওতে গত ১ জানুয়ারি দিনের তাপমাত্রা ছিল জুলাই মাসের গড় তাপমাত্রার সমান। সুইজারল্যান্ডে তাপমাত্রা ২০ সেন্টিগ্রেডে উন্নীত হয়েছে। উষ্ণ আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় স্কি রিসোর্টগুলো সমস্যায় পড়েছে। সেখানে স্কি করার জন্য পর্যাপ্ত তুষারের ঘাটতি দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com