শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

ইছামতির ভাঙ্গনে মৃত্যুমুখে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

দৃষ্টিপাত রিপোর্ট \ দেবহাটার আলো, দেবহাটার সম্পদ, সাতক্ষীরার সীমানা পেরিয়ে বিশ^ময় আলো দ্যুতি ছড়ানো ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র’ খর¯্রােত ইছামতির ভয়াবহ ভাঙ্গনের কবলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে কোন মূহুর্তে মিনি সুন্দরবন খ্যাত দেবহাটার সম্মান, মর্যাদা আর অহঙ্কারের প্রতিমুখ রূপসী দেবহাটা ম্যানগ্রোভকে ইছামতি গ্রাস করে চলেছে। যে কোন সময়ে ঐতিহ্যবাহী ম্যানগ্রোভটি ইছামতির ভাঙ্গনে বিলীন হতে পারে এমন আশঙ্কা সীমান্ত পাড়ের অধিবাসিদের। বাংলাদেশ ভারত বিভক্ত করন ইছামতির তীরে গড়ে ওঠা অনন্য অসাধারণ সৌন্দর্য্যরে বিকিরনের ক্ষেত্র এই ম্যানগ্রোভের উল্লেখযোগ্য অংশ ইছামতিতে হারিয়ে গেছে। প্রতিনিয়ত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে হাজার হাজার পর্যটকের পদভারে উচ্ছ¡সিত পর্যটন কেন্দ্রটি। নাম জানা অজানা বনবৃক্ষের সমাহারে পরিপূর্ণ ফলজ আর ঔষধি বৃক্ষরাজিতে ভরপুর, প্রাচীন মধ্য আর আধুনিক স্থাপনার অসাধারণ কারুকাজ সমৃদ্ধ নির্মাণশৈলীর আচ্ছাদনের লীলাক্ষেত্র, সব বয়সের, সব চাহিদার মহাক্ষেত্র জাতীয় ভাবে আলোকিত দেশ সেরা পর্যটন ও পিকনিক স্পটটির দুরাবস্থা এবং ভাঙ্গনের সব ধরনের বিপদসীমা অতিক্রম করে চলেছে। দেবহাটা উপজেলা প্রশাসন পরিচালিত সময়ের শ্রেষ্ঠতম সৌন্দর্যের ছায়া ঘেরা এই মানবসৃষ্ট বনটির উন্নয়নে, রক্ষনাবেক্ষনেরও এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জেলা প্রশাসন বরাবর পত্র প্রেরণ করেছেন ম্যানগ্রোভটিকে ভাঙ্গন হতে রক্ষা করতে। ৩৫ একর আয়তনের দৃষ্টিনন্দন ম্যানগ্রোভটি রক্ষায় ইছামতির বালুই যথেষ্ট। এই ম্যানগ্রোভ দেবহাটাকে বিশেষ সম্মানজনক পরিচিতি দিয়েছে। সরকার রাজস্ব উপার্জন করছে সর্বোপরি দেশ সেরা মনোমুগ্ধকর অবয়ব বিধায় কেবলমাত্র ম্যানগ্রোভ রক্ষায় ইছামতির বালুই শেষ উপকারে আসতে পারে। প্রতিদিন শত সহ¯্র পর্যটক ও দর্শনার্থীরা বাংলাদেশ ভারত বিভক্তকরণ এর দিগন্ত বিস্তৃত নদী আর সীমান্ত প্রত্যক্ষ করে এই ম্যানগ্রোভে অবস্থান করে। প্রাণের স্পন্দন, প্রাণের সঞ্চারন আর সৌন্দর্যের জয়গান গাওয়া রূপসী দেবহাটা ম্যানগ্রোভটি মৃত্যু দুয়ারে, মহা বিপদের মুখোমুখি। এক কথায় বলা যায় দেশের ভূ-খন্ডের এই অতি সুন্দরতম স্পট মানচিত্র হতে হারিয়ে যেতে পারে! আর তাই রক্ষায় অবিলম্বে ইছামতি শাসন এবং ম্যানগ্রোভকে জীবন্ত রাখতে ভাঙ্গন রোধে মেগা প্রকল্প গ্রহণ অতীব জরুরী হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com