স্টাফ রিপোর্টার \ ইটাগাছা পুর্বপাড়ায় লাশ ধোয়ার স্থানের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পুর্ব পাড়ায় জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক এ লাশ ধোয়ার স্থানের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জিআইজেড এর ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের উপদেষ্টা রতন মানিক সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, পৌরসভার নকশাকার মামুন অর রশীদ, ৭নং ওয়ার্ড আ.লীগের কার্যকরি সদস্য আবুল কালাম, কারিতাস সাতক্ষীরার মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মলিক, সাংবাদিক মাসুদ আলী, আব্দুর রহমান প্রমুখ। উলেখ্য, স্যোস্যাল ল্যাবের স্বেচ্ছাসেবক এবং সিডিসি নেতৃবৃন্দের মাধ্যমে চিহ্নিত সমস্যা সমূহের মধ্যে উলেখযোগ্য হিসেবে ইটাগাছা পুর্ব পাড়ায় মৃত ব্যক্তিদের গোছল করানোর কোন নির্দিষ্ট স্থান ছিল না। এজন্য বিভিন্ন ডায়ালগ সেশনে কোরটিম বিষয়টি আলোচনার মাধ্যমে উক্ত স্থানটি নির্ধারন করেন। এরই পরিপ্রেক্ষিতে কোরটিমের আর্থিক সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সার্বিক তত্বাবধানে লাশ ধোয়ার স্থানের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।