স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ইটাগাছায় সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের ইটাগাছায় ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীূর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে লিলিমা আক্তার বাড়ি পর্যন্ত ৭৪০ মিটারসিসি ঢালাই রাস্তা ৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মাণকরা হয়েছে। অপর দিকে সকালে শহরের কামালনগর মধ্য পাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু সহ কর্মকর্তারা।