মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

ইমরানের আহŸানে সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : টানটান উত্তেজনা চলছে পাকিস্তানের রাজনীতিতে। প্রতি মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে পাক ন্যাশানাল অ্যাসেম্বলিতে ইমরান সরকারে বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে ঘটনাবলী। অনাস্থা প্রস্তাব নিয়ে অ্যাসেম্বলিতে যখন আলোচনা চলছে সেই সময় পাক প্রধানমন্ত্রী চলে গিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে। তার কাছে দাবি করেন সাধারণ নির্বাচন ঘোষণা করার। পাকিস্তানের মিডিয়া ডনের সূত্রে খবর, সেই মতো অ্যাসেম্বলি ভেঙে দেয়ার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ডন আরো জানায়, সংবিধানের অনুচ্ছেদ ৫-এর বিরোধী আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (পার্লামেন্টের নিম্নকক্ষ) ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরপরই জাতীয় পরিষদ ভেঙে দিতে প্রেসিডেন্টকে সুপারিশ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় আলোচিত এই অধিবেশন শুরু হয়। স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে হঠাৎ বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে অধিবেশনটির সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। এর আগে অনাস্থা ভোটে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়েই অধিবশনে অংশ নেন বিরোধী আইনপ্রণেতারা। অনাস্থা ভোটে ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭২ ভোট প্রয়োজন ছিল বিরোধীদের। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী ও দলটির মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেবের দেয়া তথ্য অনুযায়ী, অনাস্থা প্রস্তাবে ১৭৪ আইনপ্রণেতার সমর্থন ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com