বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাগুরা জেলা স্টেডিয়ামে ১৬ ফেব্রুয়ারি’২৫ ইয়ং টাইগার্স অ—১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা সাতক্ষীরা জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা চুয়াডাঙ্গা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান করে। সাতক্ষীরা জেলা দলের তামিম ৪টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ৪টি উইকেট হারিয়ে ৮৫ রান করে। সাতক্ষীরা জেলা দলের রোহান ২৮ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। দলের সাথে কোচ হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম স্বপন এবং আওছাফুর রহমান সোহেল। ম্যানেজার প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন আলতাফ হোসেন। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ সাতক্ষীরা জেলা বনাম বাগেরহাট জেলার মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি