আল সিফা হাসপাতালে শিশুর মৃত্যু: গাজায় ইন্দ্রোনেশিয়া হাসপাতালে এবার হামলা লোহিত সাগরে ইসরাইলের জাহাজ আটক করেছে হুযি: তুরস্ক ও কাতারের কঠোর হুশিয়ারী
গাজায় লাশ আর লাশ: মিথ্যা সুড়ঙ্গের ছবি প্রকাশ ইসরাইলের
হিজবুল্লাহ লড়ছে: হামাসকে উৎসাহিত করলো মিশরঃ হামাসের হামলায় তিন দখলদার সেনা নিহত
দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলী বাহিনী গাজাকে নিশ্চিহৃ করার প্রয়াস চালালেও হামাস যোদ্ধারা প্রতিমুহুর্তে প্রতিরোধ হামলা পরিচালনা করে তাদের গাজা দখলে অভিপ্রায় নাৎসাৎ করে চলেছে। গতকালও হামাস যোদ্ধাদের হামলায় তিন ইসরাইলী সেনা নিহত হয়েছে। নিহত তিন সেনার মধ্যে দুই সেনা মেজর পদমর্যাদার। গতকালের তিন ইসরাইলি সেনা সহ এযাবৎ পর্যন্ত ৬৭ জন ইসরাইলি সেনা হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে। এমন কোন দিন নেই, এমন সময় নই যে দিনে বা সময়ে ইসরাইলী সেনারা হতাহত হচ্ছে না। গতকালও গাজার একাধিক হাসপাতালে বর্বর ইসরাইলি বাহিনী বিমান হামলা পরিচালনা করেছে। গাজার বৃহত্তম হাসপাতাল আল সিফার নিয়ন্ত্রন ভার গ্রহন করেছে দখলদার বাহিনী। তারা আল সিফা হাসপাতালের গ্রামের তলদেশে সুড়ঙ্গের সন্ধান পেয়েছে এবং তা ভিডিও আকারে প্রদর্শন করেছে উক্ত সুড়ঙ্গ ও ভিডিও বার্তা আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন আই ও বিবিসির অনুসন্ধানে মিথ্যা বলে প্রমানিত হয়েছে। গাজার উক্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে গতকাল ও দুই শিশুর মৃত্যু ঘটেছে। গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে না পারায় তাদের চিকিৎসমা প্রদান ব্যহত হচ্ছ। অর্ধধ্বংস প্রাপ্ত আল সিফা হাসপাতালের অভ্যন্তর ভাগে ইসরাইলী বাহিনী তল্লাশী অভিযান পরিচালনা করছে। গত দুই দিন ব্যাপী হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করছে। হামাস কে বিশেষ ভাবে উৎসাহিত করছ হিজবুল্লাহ ও হুযি। এদিকে লোহিত সাগর হত ইসরাইলের পণ্য বাহী একটি অত্যাধুনিক জাহাজ আটক করেছে হুযি বিদ্রোহীরা। ইয়েমেনের এই বিদ্রোহীদের বক্তব্য ইসরাইলি বাহিনী আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে তার প্রতিশোধ হেসেবে তাদের জাহাজ আটক করা হলো। অবশ্য ইসরাইল লোহিত সাগরে আটক করা জাহাজ ইসরাইলের নয় বলে দাবী করে বলেছে সন্ত্রাসী কর্মকান্ড ইরান এর ইন্ধনে বাস্তবায়িত হচ্ছে। গাজার অপর একটি বিখ্যাত হাসপাতাল ইন্দোনেশিয়া হাসপাতাল। ইসরাইলী বাহিনী উক্ত হাসপতালেও বিমান হামলা পরিচালনা করছে। দৃশ্যতঃ গাজার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরী ভেঙ্গে পড়েছে। বিদালয়গুলো ও বন্ধ ঘোষণা করা হয়ছে। গত দুই দিন পূর্বে ইসরাইলি বাহিনী গাজার দুটি বিদ্যালয়ে বিমান হামলা পরিচালনা করলে দুই শতাধীক শিক্ষার্থী ও আশ্রয় গ্রহন কারীর নিহত হওয়ার ঘটনা ঘটে। এ যাবৎ ইসরাইলের বিমান ও স্থল হামলায় তের হাজারে বেশী ফিলিস্তীনির মৃত্যু ঘটেছে তার মধ্যে শিশুর সংখ্যা পাঁচ হাজার। গাজা উপত্যকা যেন শিশুদের মৃত্যু পুরীতে পরিনত হয়েছে। গৃহহীন আশ্রয়হীন প্রতিমুহুর্তে মৃত্যু আতঙ্কে দিন যাপন করা ফিলিস্তীনিরা না খেয়ে দিন পার করছে। মিশর, জর্দারন, কাতার সহ আরব দেশ গুলোর পাঠানো ত্রানই তাদের ভরসা, পানির জন্য হাহাকার চলছে তো চলছেই। ইসরাইলের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের কথা পুনব্যক্ত করলো তুরস্ক, দেশটির প্রেসিডেন্ট ইযরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিবেচনা পরবর্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন। অবশ্য জাতিসংঘ একাধিকার ইসরাইলের গণহত্যা ও দখল দারিত্বের বিরুদ্ধে তার অবস্থান পরিস্কার করেছে। সর্বশেষ ইসরাইলের বিরুদ্ধে অবরোধ আরোপের সিদ্ধান্ত গ্রহন করেছে। কাতার ইসরাইল এর বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান নিহে আরব সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে ফরিয়াদ জানিয়েছে। ইসরাইলের মিত্র দেশ খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তাদের মিত্ররা যুদ্ধ বিরতির জোর তৎপরতা শুরু করেছে। মিশরের পক্ষ হতে ফিলিস্তীনিদেরও হামাস নিশ্চিহৃ করার ক্ষেত্রে কঠোর হুশিয়ারী উচ্চারন করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লাহ আর খোমেনী আহবান ইসরাইলকে প্রতিহত করতে হবে এমন ঘেষণা পর ইসরাইল ইরান মুখি আরও একটি যুদ্ধ ফ্রন্ট উন্তুক্ত করেছে যা আগামী দিনগুলোতে ইরান ইসরাইলের উপর হামলার বিষয়ে ইসরাইলের আশঙ্কারই বহিঃপ্রকাশ, পরিস্থিতি বলে দিচ্ছে আরও একটি বিশ্বযুদ্ধে হয়তো অতি সন্নিকটে।