এফএনএস বিদেশ : ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এই হামলায় আরো ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। আল-জাজিরা জানিয়েছে, মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে যে কয়টি হামলা চালিয়েছে এটি তার মধ্যে সবচেয়ে মারাত্মক হতে পারে। ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তারা ইয়েমেনে হুতিদের অবস্থানগুলিতে আক্রমণ চালিয়ে যাবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক্স-এ একটি পোস্টে বলেছে, “এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা, যারা তাদের দেশবাসীকে শোষণ করে চলেছে এবং তাদের উপর প্রচÐ যন্ত্রণা বয়ে আনছে।” জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি অনুসারে, রাস ইসাতে একটি তেল পাইপলাইন এবং বন্দর রয়েছে, যা ইয়েমেনের ‘গুরুত্বপূর্ণ এবং অপরিবর্তনীয় অবকাঠামো।’ ইয়েমেনের প্রায় ৭০ শতাংশ আমদানি এবং এর ৮০ শতাংশ মানবিক সহায়তা রাস ইসা, হোদেইদাহ এবং সালিফ বন্দর দিয়ে যায়। গত মাসে হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওপেন সোর্স গোয়েন্দা সাইট জিওপলিটিকাল মনিটর অনুসারে, ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েল-গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর শতাধিক আক্রমণ চালিয়েছে।