শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের ২২৭ রানের জবাবে দ্বিতীয় দিনে সাকিব ও তাইজুলের ঘুর্ণিতে ৮৭ রানের লিড নিয়ে ৩১৪ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। দিনের শুরুতে প্রথম দিনের ১৯ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৪৫ বলে ১০ রান করা লোকেশ রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর দলীয় ৩৮ রানে ভারতের আরেক ওপেনার শিবমন গিলকে সাজঘরে ফেরান তাইজুল। ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল। গিলের বিদায়ের পর পূজারাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। তবে দলীয় ৭২ রানে ফের আঘাত হানেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ২৪ রান করা পূজারাকে আউট করেন তাইজুল। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় ভারত। কোহলি ১৮ ও ঋষভ পন্থ ১২ রান করে অপরাজিত থাকেন। লাঞ্চ বিরতি থেকে ফিরে আবারও উইকেট হারায় ভারত। দলীয় ৯৪ রানে বিরাট কোহলিকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৩ বলে ২৪ রান করে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। তার বিদায়ের পর ক্রিজে আসেন শেয়াস আইয়ার। ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন আইয়ার। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতক তুলে নেন ঋষভ পন্থ। চার-ছক্কায় তান্ডব চালান তিনি। অন্যদিকে ব্যাক্তিগত ২১ রানে সাকিবের বলে সোহান স্ট্যাম্পিং মিস করলে জীবন পান আইয়ার। এরপর সাবলীল ব্যাটিং করতে থাকেন আইয়ার। ৬০ বলে তিনিও পৌঁছে যান নিজের অর্ধশতকে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২২৬ রান করে চা পান বিরতিতে যায় ভারত। ঋষভ পন্থ ৯০ বলে ৮৬ ও শ্রেয়াস আইয়ার ৬৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। বিরতি থেকে ফিরে দেখেশুনে খেলতে থাকেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থ। তবে দলীয় ২৫৩ রানে উইকেট হারায় ভারত। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে পন্থকে আউত করেন মেহেদী মিরাজ। পন্থের বিদায়ে ১৫৯ রানের জুটি ভাঙ্গে ভারতের। এরপর ক্রিজে আসা অক্ষর প্যাটেলকে সাজঘরে ফেরায় সাকিব আল হাসান। দলীয় ২৬৪ রানে ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন অক্ষর প্যাটেল। এরপর ভারত শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। এবার শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান তিনি। দলীয় ২৭১ রানে ১০৫ বলে ৮৭ রান করে আউট হন আইয়ার। আইয়ারের বিদায়ের পর আউট হন রবিচন্দ্রন অশ্বিন। দলীয় ২৮৬ রানে ৩০ বলে ১২ রান করে সাকিবের বলে আউট হন তিনি। অশ্বিনকে আউট করে ক্যারিয়ারের ৬৫০তম উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এরপর দলীয় ৩০৫ রানে উমেশ যাদবের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ১৩ বলে ১৪ রান করে আউট হন যাদব। শেষ ব্যাটার হিসেবে সিরাজ আউট হলে অলআউট হয় ভারত। দলীয় ৩১৪ রানে সাকিবের চতুর্থ শিকার হন সিরাজ। শেষ পর্যন্ত ৩১৪ রানে অলআউট হয় ভারত। সাকিব ও তাইজুল নেন ৪টি করে উইকেট। দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই টাইগার ওপেনার নাজমুল শান্ত ও জাকির হোসেন। ৬ ওভার খেলে ৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। নাজমুল শান্ত ২৫ বলে ৫ ও জাকির হোসেন ১১ বলে ২ রান করে অপরাজিত থাকেনশ। ভারতের চেয়ে ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com